Country

1 hour ago

G-20 summit : জি-২০ শিখর সম্মেলন ফলপ্রসূ, প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মোদীর

G-20 summit (symbolic picture)
G-20 summit (symbolic picture)

 

নয়াদিল্লি, ২৩ নভেম্বর : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত জি-২০ শিখর সম্মেলনকে ফলপ্রসূ আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সামাজিক মাধ্যম এক্স-এ একটি ভিডিও আপলোড করে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, "জোহানেসবার্গে গতকালের জি-২০ শিখর সম্মেলন ফলপ্রসূ হয়েছে। আমি দু'টি অধিবেশনে অংশ নিয়েছি এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে নিজের মতামত ভাগ করে নিয়েছি। এছাড়াও অনেক বিশ্বনেতার সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছি।"

জোহানেসবার্গে জি-২০ শিখর সম্মেলনের সময় সে দেশের রাষ্ট্রপতি সিরিল রামাফোসার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই সাক্ষাতের বিষয়টি এক্স-এ ভাগ করে নিয়েছেন মোদী। তিনি জানান, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। আমরা ভারত-দক্ষিণ আফ্রিকা অংশীদারিত্বের সম্পূর্ণ পরিসর পর্যালোচনা করেছি, বিশেষ করে বাণিজ্য, সংস্কৃতি, বিনিয়োগের সংযোগ বৃদ্ধি এবং প্রযুক্তি, দক্ষতা, এআই, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ এবং আরও অনেক ক্ষেত্রে সহযোগিতার বৈচিত্র্য আনার ক্ষেত্রে। দক্ষিণ আফ্রিকার সফল জি-২০ সভাপতিত্বের জন্য রাষ্ট্রপতি রামাফোসাকে অভিনন্দন।

You might also like!