Game

1 hour ago

English Premier League : আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাল চেলসি

English Premier League (symbolic picture)
English Premier League (symbolic picture)

 

লন্ডন, ২৩ নভেম্বর : প্রিমিয়ার লিগের ম্যাচে বুধবার ২-০ রাতে ব্যবধানে জিতেছে চেলসি। পেদ্রো নেতোর গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন এন্সো ফের্নান্দেস। বার্নলিকে অনায়াসে হারিয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমাল স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি। ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে চেলসি। ৫৯ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৫টি শট নেয় তারা, লক্ষ্যে ছিল ৪টি। আর বার্নলির ৮ শটের দুটি ছিল লক্ষ্যে। লিগে টানা তৃতীয় জয়ে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট হল চেলসির। এক ম্যাচ কম খেলে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।চ্যাম্পিয়ন্স লিগে আগামী মঙ্গলবার বার্সেলোনার  মুখোমুখি হবে চেলসি। লিগে তাদের পরের ম্যাচ ৩০ নভেম্বর, প্রতিপক্ষ আর্সেনাল।

You might also like!