Game

56 minutes ago

Newcastle beat Manchester City : রুদ্ধশ্বাস লড়াইয়ে নিউক্যাসল হারিয়ে দিল ম্যানচেস্টার সিটিকে

Newcastle beat Manchester City (symbolic picture)
Newcastle beat Manchester City (symbolic picture)

 

ম্যানচেস্টার, ২৩ নভেম্বর : টানা চার জয়ের পর হারের স্বাদ পেল ম্যানচেস্টার সিটি। নিউক্যাসল ইউনাইটেডের মাঠে অনেক সুযোগ হারিয়ে ২-১ গোলে হেরে গেল সিটি।   শনিবার সেন্ট জেমস পার্কে সাত মিনিটের ঝড়ে তিন তিনটি গোল হল। জোড়া গোল করেন নিউক্যাসলের জয়ের নায়ক হার্ভে বার্নস। এই দুই গোলের মাঝে সিটির হয়ে গোল করেন রুবেন দিয়াস। ম্যাচে আধিপত্য দেখিয়েছে সিটিজেনরাই। ৬৮ শতাংশ বল দখলে রেখে ১৭টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে তারা। নিউক্যাসলের ৯টি শটের পাঁচটিই লক্ষ্যে ছিল। ১২ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে পাওয়া ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে সিটি। দুইয়ে থাকা চেলসির সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১। আর্সেনাল ১১ ম্যাচে ৮ জয় ও ২ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। গত ২০ বছরে সিটির বিপক্ষে মাত্র দ্বিতীয়বার জয় পেল নিউক্যাসল। ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে উঠেছে ম্যাগপাইরা।

You might also like!