Game

1 hour ago

La Liga : দাপুটে জয়ে শীর্ষে বার্সেলোনা

La Liga (symbolic picture)
La Liga (symbolic picture)

 

বার্সেলোনা, ২৩ নভেম্বর  : আথলেতিক বিলবাওকে উড়িয়ে লা লিগার শীর্ষে উঠে এল হান্সি ফ্লিকের দল। ঘরের মাঠে শনিবার রাতে লিগ ম্যাচটি ৪-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। দুই অর্ধে করেছে দুটি করে গোল। রবের্ত লেভানদোভস্কি শুরুতে দলকে এগিয়ে দেওয়ার পর ব্যবধান বাড়ান ফেররান তরেস। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান ফের্মিন লোপেস। শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করেন তরেস। চোট কাটিয়েছি ফিরে গোল না পেলেও দারুণ দুটি অ্যাসিস্ট করেন লামিনে ইয়ামাল।

ম্যাচজুড়ে আক্রমণের দাপট ছিল বার্সেলোনার। প্রায় ৬৮ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৯টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৭টি। বিলবাওয়ের ১৩ শটের কেবল ২টি লক্ষ্যে ছিল। ১৩ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হল ৩১। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুইয়ে নেমে গেল রিয়াল মাদ্রিদ, একটি ম্যাচ কম খেলেছে তারা বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনা লা লিগায় এই নিয়ে টানা ১২ ম্যাচে অপরাজিত রইল (১০ জয় ও ২ ড্র) এবং সবশেষ আট ম্যাচের সাতটিতে জাল অক্ষত রাখল।

You might also like!