Country

1 hour ago

Mohan Bhagwat : ভারত ছিল সমগ্র বিশ্বের বিশ্বগুরু : মোহন ভাগবত

Mohan Bhagwat (symbolic picture)
Mohan Bhagwat (symbolic picture)

 

লখনউ, ২৩ নভেম্বর : ভারত ছিল সমগ্র বিশ্বের বিশ্বগুরু, এই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত। রবিবার উত্তর প্রদেশের লখনউ-তে এক অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, "আমাদের দেশ ছিল সমগ্র বিশ্বের বিশ্বগুরু। ভারত ছিল বিশ্বের জন্য এক মহান ভরসা। ১০০০ বছর ধরে, ভারত আক্রমণকারীদের পায়ের তলায় পদদলিত হয়েছিল। আমাদের দাসত্বের অধীনে থাকতে হয়েছিল। ধর্মীয় স্থান ধ্বংস করা হয়েছিল।"

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত রবিবার লখনউয়ের জনেশ্বর মিশ্র পার্কে দিব্য গীতা প্রেরণা উৎসবে যোগ দেন। এই অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, "জোরপূর্বক ধর্মান্তরিত করা করেছিল। এই সবই ছিল। তখনও ভারতবর্ষ ছিল। গৌরবের সেই দিনগুলি আর নেই। হামলার দিনও চলে গেছে। এখন রাম মন্দিরে ধ্বজ লাগানোর সময় এসে গেছে। তখনও ভারত ছিল; এখনও ভারত আছে।"

যোগী আদিত্যনাথ এই অনুষ্ঠানে বলেন, "শ্রীমদ্ভগবত গীতা হলো ধর্মের প্রকৃত অনুপ্রেরণা। আর ধর্ম হলো আমাদের সংস্কৃতিতে প্রকৃত জীবনধারা। আমরা কখনওই আমাদের শ্রেষ্ঠত্ব নিয়ে গর্ব করিনি এবং আমাদের কাছে আসা প্রত্যেককে সমর্থন করিনি। ভারত 'বাঁচো এবং বাঁচতে দাও'-এর অনুপ্রেরণা দিয়েছে।"

You might also like!