Country

1 hour ago

Delhi Red Fort Car Blast: খুললো লাল কেল্লা মেট্রো স্টেশনের সব দরজা

All 4 Gates Of Lal Quila Metro Station Reopen
All 4 Gates Of Lal Quila Metro Station Reopen

 

নয়াদিল্লি, ১৬ নভেম্বর : যাত্রীদের জন্য খুলে দেওয়া হল লাল কেল্লা মেট্রো স্টেশনের সব ক'টি দরজা। রবিবার এক্স হ্যান্ডলে পোস্ট করে বিষয়টি জানিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)| দিল্লিতে বিস্ফোরণের ঘটনার পরে নিরাপত্তার স্বার্থে লাল কেল্লা মেট্রো স্টেশনের সব ক'টি দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পরেই রবিবার ফের খুলে দেওয়া হল লাল কেল্লা মেট্রো স্টেশনের সব ক'টি দরজা|

উল্লেখ্য, এর আগে শনিবার যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছিল লাল কেল্লা মেট্রো স্টেশনের ২ ও ৩ নম্বর দরজা। শনিবার ডিএমআরসি-র পক্ষ থেকে এক্স মাধ্যমে জানানো হয়েছিল, লাল কেল্লা মেট্রো স্টেশনের ২ এবং ৩ নম্বর গেট এখন যাত্রীদের জন্য উন্মুক্ত। প্রসঙ্গত, কিছুদিন আগে দিল্লিতে গাড়িতে বিস্ফোরণ হয়| সেই ঘটনায় অনেকে নিহত ও আহত হয়েছে|

You might also like!