Game

3 hours ago

ICC U19 Men’s Cricket World Cup 2026 schedule: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচী প্রকাশ করল আইসিসি

ICC U19 Men’s Cricket World Cup 2026
ICC U19 Men’s Cricket World Cup 2026

 

দুবাই, ২০ নভেম্বর  : আগামী বছর জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠেয় টুর্নামেন্টের সূচী বুধবার প্রকাশ করেছে আইসিসি। ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে খেলা। ২৩ দিনে ম্যাচ হবে মোট ৪১টি। ফাইনাল হবে হারারেতে। ১৬টি দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। ‘এ’ গ্রুপে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ, নিউ জিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে আছে ইংল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে। ‘সি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গী আয়ারল্যান্ড, জাপান ও শ্রীলঙ্কা। ‘ডি’ গ্রুপের চার দল আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও নবাগত তানজানিয়া।

১৫ জানুয়ারি উদ্বোধনী দিনে হবে তিনটি ম্যাচ- মুখোমুখি হবে যথাক্রমে ভারত ও যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও তানজানিয়া।

১৭ জানুয়ারি বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাবে টুর্নামেন্টের সফলতম দল ভারতের মুখোমুখি হবে ২০২০ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

নিজেদের গ্রুপে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে খেলবে একবার করে। প্রতিটি গ্রুপের শীর্ষ ৩টি করে দল উঠবে সুপার সিক্স পর্বে। সেই ধাপে ৬টি করে দল নিয়ে হবে দুটি গ্রুপ। প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দল জায়গা করে নেবে সেমি-ফাইনালে।

You might also like!