Game

3 hours ago

India FIFA ranking update: সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারত ১৪২তম, ছয় ধাপ পিছিয়ে

India fell 0-1 to Bangladesh on Tuesday in its most recent outing
India fell 0-1 to Bangladesh on Tuesday in its most recent outing

 

নয়াদিল্লি , ২০ নভেম্বর  : বুধবার রাতে প্রকাশিত সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারত ছয় ধাপ পিছিয়ে বিশ্বে ১৪২তম স্থানে রয়েছে। এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে ভারতের হতাশাজনক পারফরম্যান্সের পর এই পতন এসেছে, যেখানে ব্লু টাইগার্স পাঁচটি ম্যাচে একটিও ম্যাচ জিততে ব্যর্থ হয়েছে। ১৪ অক্টোবর সিঙ্গাপুরের কাছে ১-২ গোলে হেরে ভারত ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের দৌড় থেকে ছিটকে পড়ে। মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বশেষ ম্যাচে ০-১ গোলে হেরেছে তারা। ২০১৫ সালের মার্চ মাসে ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতের সর্বনিম্ন ১৭৩ নম্বরে পৌঁছানো।সাম্প্রতিক এই বিপর্যয় ঘরোয়া ফুটবলের সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে, যেখানে শীর্ষস্থানীয় প্রতিযোগিতা, ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি।

You might also like!