
কলকাতা, ২৮ নভেম্বর : হালকা শীতের পোশাকেই আপাতত কাজ চলে যাবে, কারণ এখনই তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কিছু উত্তর এবং দক্ষিণ, দুই বঙ্গেই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮-২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৯-২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সামগ্রিকভাবে শুষ্ক আবহাওয়া থাকলেও পশ্চিমের চারটি জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্র কমতে পারে পাঁচ ডিগ্রি পর্যন্ত।
তবে, কলকাতা থাকবে শুষ্ক। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। শুষ্ক আবহাওয়া থাকলেও, মঙ্গলবার সকালে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে হালকা ঠান্ডা অনুভূত হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে পারদ নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এদিকে, সাগরে আবার ঘনাচ্ছে দুর্যোগ, ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়! এমনটাই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। যা বুধবার নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের বুকে নিম্নচাপে পরিণত হতে পারে। তারও ৪৮ ঘণ্টার মধ্যে সেই নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে মনে করছেন আবহবিদরা। অর্থাৎ, নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে আগামী শুক্রবার নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর ফলে দক্ষিণবঙ্গে তাপমাত্রার সামান্য তারতম্য ঘটলেও ঘটতে পারে।
