Game

50 minutes ago

IND vs SA: রেকর্ড গড়া রান করে সিরিজে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

Virat Kohli Hits 53rd ODI Century vs South Africa
Virat Kohli Hits 53rd ODI Century vs South Africa

 

কলকাতা, ৪ ডিসেম্বর  : বিরাট কোহলি ও ঋতুরাজের জোড়া সেঞ্চুরিতেও কিছু লাভ হল না ভারতের। ভারতের বোলারদের তুলোধুনো করে রেকর্ড গড়া রান করে জয় পেল দক্ষিণ আফ্রিকা, সেই সঙ্গে সিরিজে সমতা আনলো। রায়পুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বুধবার প্রোটিয়াদের ৩৫৯ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। জবাব দিতে নেমে এক সেঞ্চুরি ও দুই ফিফটির ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ ওভারের ম্যাচে এটি ভারতের বিপক্ষে যৌথভাবে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে ২০১৯ সালে এই রান তাড়া করে রেকর্ডটি এককভাবে নিজেদের দখলে রেখেছিল অস্ট্রেলিয়া।

প্রথম ওয়ানডেতে ৩৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭ রানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে তাদের সামনে লক্ষ্যটা ছিল আরও বড় ৩৫৮ রান। তাতে শঙ্কা জেগেছিল সিরিজ হারের। তবে শুরুতে টেম্বা বাভুমাকে নিয়ে মার্করাম জয়ের ভিত গড়ে দেন। এরপর ম্যাথিউ ব্রিজকি ও ডেওয়াল্ড ব্রেভিস মিলে জয়ের রাস্তা তৈরি করে দেন।

দলীয় ২৬ রানে বিদায় নেন কুইন্টন ডি কক। দ্বিতীয় উইকেটে টেম্বা বাভুমার সঙ্গ দিয়ে শতরানের জুটি গড়েন এইডেন মার্করাম। ৪৮ বলে ব্যক্তিগত ৪৬ রানের ইনিংস খেলে বাভুমা আউট হলে হাল ধরেন ম্যাথিউ ব্রিজকি। তবে শুরু থেকে দারুণ খেলতে থাকা মার্করাম ব্যক্তিগত সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ৯৮ বলে ১১০ রান করে দলীয় ১৯৭ রানে বিদায় নেন তিনি। অবশ্য ততক্ষণে গড়ে দেন জয়ের ভিতটা।

এরপর চতুর্থ উইকেটে ৯২ রানের জুটি গড়ে জয়ের রাস্তা সহজ করে নেন ব্রিজকি ও ডেওয়াল্ড ব্রেভিস। ভারতীয় বোলারদের তুলোধুনো করা ব্রেভিস ৩৪ বলে করেন ৫৪ রান। একপ্রান্ত আগলে রাখা ব্রিজকি আউট হন দলীয় ৬৮ রানে। দলের রান তখন ৩১৭। তার বিদায়ের পর কিছুটা চাপে পড়েছিল দক্ষিণ আফ্রিকা যখন ২ রান করে মার্কো ইয়ানসেনের আউট আর ১৭ রান করে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে টনি ডি জর্জি রিটায়ার্ড হার্ট হলে। তবে সব শঙ্কা উড়িয়ে ১৫ বলে কর্বিন বশের ৩০ আর কেশভ মহরাজের ১৪ বলে ১০ রানের অপরাজিত ইনিংসে ৪ বল হাতে রেখে ৪ উইকেটের জয় নিশ্চিত করে সফরকারীরা। বল হাতে ভারতের পক্ষে সবচেয়ে সফল আর্শদীপ সিং ৫৪ রানে ২ উইকেট পান তিনি। এদিন সবচেয়ে রান দিয়েছেন প্রসিধ কৃষ্ণা। তিনি ৮.২ ওভার বল করে ৮৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। কুলদীপ যাদব ৭৮ আর হার্শিত রানা ৭০ রান দিয়ে ১টি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরিতে ৩৫৮ রানের বড় পুঁজি পেয়েছিল ভারত। বিরাট কোহলি ওয়ানডে কেরিয়ারের ৫৩তম আর আন্তর্জাতিক কেরিয়ারের ৮৪তম শতক তুলে নেন। আর ১০৫ রানের দারুণ ইনিংস উপহার দেন ঋতুরাজ গায়কোয়াড়। এছাড়া ৪৩ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন লোকেশ রাহুল। প্রোটিয়াদের হয়ে ৬৩ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নেন মার্কো ইয়ানসেন। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিদি ও নন্দ্রে বার্গার।

You might also like!