Entertainment

52 minutes ago

Yaalini Birthday: ইয়ালিনির দুই বছর, পুষ্পাভিষেকের মধ্য দিয়ে বিশেষ জন্মদিন উদযাপন রাজ-শুভশ্রীর

Yalini's second birthday celebrated with Jagannath worship
Yalini's second birthday celebrated with Jagannath worship

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রবিবার দুই বছরের জন্মদিন পালন করল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কন্যা ইয়ালিনি। ২০২৩ সালের ৩০ নভেম্বর জন্ম নেওয়া এই ছোট্ট রাজকন্যার বিশেষ দিনে আয়োজন করা হয়েছিল ঘরে প্রভু জগন্নাথ দেবের পুষ্পাভিষেক। কোনও জমকালো পার্টি ছিল না, বরং পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে শান্তিপূর্ণভাবে উদযাপন করা হয় এই ভক্তিমূলক অনুষ্ঠান।  

দম্পতি নিজেরা সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের ছবি ও ভিডিও শেয়ার করেছেন। সকলেই সাদা রঙের পোশাকে সেজেছিলেন। ইউভান-ইয়ালিনির মা শুভশ্রী পরেছিলেন সোনালি পাড়ের সাদা শাড়ি। পুষ্পের মাঝে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রতিকৃতি ছিল, আর পেছনে চলছিল কীর্তনের ধ্বনি। ছোট্ট ইয়ালিনিও ফুলের পাঁপড়ির মধ্যে প্রভুর অভিষেকের অংশ ছিল, সঙ্গী ছিলেন ছোট ভাই ইউভান। 

আবার আরেকজন শুভশ্রীকে কটাক্ষ করে লেখেন, ‘ভাগ্যিস কোনো মুভি সামনে গণেশ/শিব ঠাকুরের উপর নেই ওনার, তাহলে দুগ্ধ অভিষেক হত নিশ্চয়ই, এখন লহ গৌরাঙ্গের উপলক্ষে কীর্তন ও পুষ্প অভিষেক।’ যাতে এক শুভশ্রী-ভক্ত জবাব দিয়ে লেখেন, ‘গত বছরেও এই ভাবে পুজো করেছিল ....’। ইয়ালিনির প্রথম জন্মদিনেও বাড়িতে জগন্নাথ দেবের পুষ্পাভিষেকের আয়োজন করেছিলেন দম্পতি। শুধু তাই নয়, বিগত কয়েকবছর ধরে রথে পুরীতে থাকেন রাজ-শুভশ্রী। এমনকী, ইয়ালিনিকে গর্ভে নিয়েও পুরীর রথযাত্রায় সামিল হয়েছিলেন।  

ছোট্ট ইয়ালিনির জন্য এদিন কেকও আনা হয়েছিল। রাত বারোটায় দাদার সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করে ইয়ালিনি। আবার জন্মদিনের সন্ধেতেও কেক কাটেন রাজকন্যে। সব মিলিয়ে, ঘরে শান্তিপূর্ণ, ভক্তিময় ও আনন্দঘন পরিবেশে দুই বছরের জন্মদিন উদযাপন করল রাজ-শুভশ্রীর পরিবার, যেখানে প্রভু জগন্নাথের পুষ্পাভিষেক এবং ছোট্ট ইয়ালিনির হাসি মিলিয়ে এক বিশেষ মুহূর্ত সৃষ্টি হল। 

You might also like!