Country

5 hours ago

Winter Forecast: লা নিনার প্রভাব, এবার দেশে ঠান্ডা পড়বে স্বাভাবিকের চেয়ে বেশি

Cold winter due to weak La Niña conditions
Cold winter due to weak La Niña conditions

 

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর : দেশের অনেক রাজ্যেই এবার স্বাভাবিকের তুলনায় বেশি ঠান্ডা পড়ার পূর্বাভাস রয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা সাম্প্রতিক একটি রিপোর্টে জানিয়েছে, উত্তর ভারতে এ বার তুলনামূলক বেশি ঠান্ডা পড়বে। লা নিনার প্রভাবে উত্তর ভারতের বেশ কিছু এলাকায় শীত দীর্ঘস্থায়ী হবে। দেখা যেতে পারে শৈত্যপ্রবাহের আধিক্য।

ইতিমধ্যেই শীতের দাপট শুরু হয়েছে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ ও রাজস্থানে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ওড়িশার বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর-পূর্ব ভারতের অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ভোরে ঘন কুয়াশা থাকতে পারে।

You might also like!