কলকাতা, ৭ নভেম্বর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই রিমোটের সাহায্যে দূর নিয়ন্ত্রিত আধুনিক ব্যবস্থাতে ও সোশ্যাল মিডিয়া'তে ইতিমধ্যেই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন সম্পন্ন। স্থানীয় বিধায়ক ও মন্ত্রী ইন্দ্রনীল সেন উপস্থিত ছিলেন।
এদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ কমিশনার অমিত পি জাগালভি এ প্রসঙ্গে জানান, চন্দননগরে ভিড় উপচে পড়ে। আলোকসজ্জা নজর কাড়া। এ জন্য উৎসবকালীন সময়ে দেখভাল ও তদারকির পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে তিনটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। চব্বিশ ঘণ্টা ধরে চলবে নজরদারি।
উল্লেখ্য, হুগলি জেলার জগদ্ধাত্রী পুজোর খ্যাতি রয়েছে। নজরদারিতে মোতায়েন করা হয়েছে একাধিক নিরাপত্তারক্ষী। চন্দননগর কমিশনারেট সমেত অন্যান্য জেলাতষ থেকে ও পুলিশ কর্মী আনা হয়েছে। সিসিটিভি তে মোড়া হয়েছে সারা চন্দননগর। ফেরিঘাট ছাড়াও সড়কপথে এবং রেলপথেও কড়া নজর থাকছে বলে বিস্তারিত ভাবে চন্দননগর কমিশনারেট এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে।