kolkata

1 month ago

Firhad Hakim:গার্ডেনরিচের ভেঙে পড়া বহুতল বেআইনি, প্রোমোটারকে গ্রেফতারের নির্দেশ মেয়রের

Firhad Hakim
Firhad Hakim

 

কলকাতা, ১৮ মার্চ : কলকাতার গার্ডেনরিচের ভেঙে পড়া বহুতলকে বেআইনি ঘোষণা করা হল। পাশাপাশি প্রমোটারকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। একইসঙ্গে গার্ডেনরিচে পাঁচ তলা বহুতল ভেঙে পড়ার ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করেছেন কলকাতার মেয়র তথা এলাকার বিধায়ক ফিরহাদ হাকিম। ঘটনাস্থলে সারা রাত ছিলেন তিনি এবং দমকলমন্ত্রী সুজিত বসু। বহুতলটি যে বেআইনি ভাবে তৈরি করা হচ্ছিল, তাঁরা মেনে নিয়েছেন। ফিরহাদ জানিয়েছেন, এখনও উদ্ধারকাজ চলছে। অনেকে ভিতরে আটকে আছেন। তাঁদের কারও কারও সঙ্গে কথাও বলছেন উদ্ধারকারীরা। দেওয়া হচ্ছে জল, অক্সিজেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ এবং আহতদের এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

মেয়র ফিরহাদ জানিয়েছেন, রাতে যে সময়ে বহুতলটি ভেঙে পড়ে সেই সময়ে পাশের টালির চালের বাড়িগুলিতে মোট ২১ জন ছিলেন। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। মোট ১৩ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা গিয়েছে। তাঁদের মধ্যে এক জন এসএসকেএম হাসপাতালে ভর্তি। সাত জন স্থানীয় হাসপাতালে ভর্তি আছেন।


You might also like!