লন্ডন, ১৬ ফেব্রুয়ারি : মেরিনোর জোড়া গোলে লেস্টার সিটিকে হারিয়ে শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান কমাল মিকেল আর্তেতার দল আর্সোনাল। শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে আর্সেনাল। প্রথমার্ধে দুই দলের কেউই গোল পায়নি। দীর্ঘ প্রচেষ্টার পর আর্সেনাল গোল পায় ৮১ মিনিটে। ইংলিশ মিডফিল্ডার নওয়ানেরির ক্রসে বক্সে লাফিয়ে হেডে দলকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার মেরিনো। ৬ মিনিট পর আবার দ্বিতীয় গোল করে আর্সোনাল। এবারও লিয়ান্দ্রো ট্রোসার্ডের বক্স থেকে বাড়ানো ক্রস থেকে নিচু শটে দলের জয় নিশ্চিত করেন মেরিনো।
২৫ ম্যাচে ১৫ জয় ও ৮ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিভারপুল। আর লেস্টার এই নিয়ে আসরে ১৬টি হারের স্বাদ পেল। ২৫ ম্যাচে মাত্র ৪ জয় ও ৫ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে তারা আছে ১৮ নম্বরে।