নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি : চলতি মাসের ২৩ তারিখে সম্প্রচারিত হতে চলেছে মন কি বাত অনুষ্ঠানটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন রেডিও জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের। প্রধানমন্ত্রী চাইছেন এই অতিথিরা অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁদের মতামত ও পরামর্শ দিন। উল্লেখ্য, বৃহস্পতিবার বিশ্ব বেতার দিবস উপলক্ষে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি রেডিও জগতের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও মন কি বাত অনুষ্ঠানে মতামত প্রদানের জন্য আমন্ত্রণ জানান।