Country

5 hours ago

New Income Tax Bill 2025: বৃহস্পতিবার সংসদে পেশ নতুন আয়কর বিল

FM Nirmala Sitharaman
FM Nirmala Sitharaman

 

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বৃহস্পতিবার সংসদে আয়কর বিল ২০২৫ পেশ করবেন। সদ্য পেশ করা বাজেটে তিনি আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা ১২ লক্ষ টাকা পর্যন্ত করার প্রস্তাব দেন। নতুন আয়কর আইন সংসদে পাশ হওয়ার পর কার্যকর করা হবে ২০২৬ সালের এপ্রিল থেকে। আয়কর আইনের সবটাই প্রধানত নতুন আয়কর কাঠামো কেন্দ্রিক।

You might also like!