হুগলি ও কলকাতা, ২০ ফেব্রুয়ারি : বৃষ্টিতে ভিজল হুগলির আরামবাগ, সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে থাকে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরী কলকাতাতেও। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা-সহ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও নদিয়া জেলায়। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
কলকাতা থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে শীত। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। দক্ষিণবঙ্গের কোথাও আর সেভাবে শীতের আমেজ মালুম হচ্ছে না। বৃহস্পতিবার সকালে কলকাতার নূন্যতম তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি বেশি।