নয়াদিল্লি ও মালে, ২৫ জুলাই : শুক্রবার মালদ্বীপে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৩-এর নভেম্বরে সেখানে রাষ্ট্রপতি ডঃ মহম্মদ মুইজ্জুর দায়িত্ব গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রীর এটিই প্রথম ওই দ্বীপরাষ্ট্রে সফর। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মালদ্বীপের প্রবাসী ভারতীয়রাও। প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত ও মালদ্বীপের মধ্যে বন্ধুত্ব আরও জোরদার করার ক্ষেত্রে প্রবাসী ভারতীয়রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতা করতে পেরে আমি আনন্দিত এবং উষ্ণ অভ্যর্থনার জন্য তাঁদের ধন্যবাদ জানাই।
PM Modi interacts with the Indian diaspora in Maldives. 🇮🇳🇲🇻
— BJP (@BJP4India) July 25, 2025
A living bridge of friendship, the diaspora continues to strengthen India–Maldives ties with pride and purpose. ⬇️ pic.twitter.com/NxeaqTWUyA