kolkata

1 day ago

IC of chanditala PS injured: হাওড়ার গুলিবিদ্ধ চণ্ডীতলা থানার আইসি, চিকিৎসাধীন হাসপাতালে

IC of chanditala PS injured
IC of chanditala PS injured

 

হাওড়া, ২০ ফেব্রুয়ারি : হাওড়ায় গুলিবিদ্ধ হয়েছেন হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। বুধবার রাত ১১টা নাগাদ হাওড়ার ঘোষ পাড়া পেট্রল পাম্পের সামনে ঘটনাটি ঘটেছে। জখম অবস্থায় জয়ন্তকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি গুলির খোল।

পুলিশ সূত্রে খবর, জয়ন্তের হাতে গুলি লেগেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় ওই আধিকারিকের সঙ্গে এক মহিলা ছিলেন। একটি গাড়ি ঘটনাস্থলে পাওয়া যায়। গাড়িটিকে আটক করেছে পুলিশ। ইতিমধ্যেই ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

You might also like!