Game

5 days ago

Shakib Al Hasan: যেকোনও পর্যায়ের ক্রিকেটে ‍বল করায় বাধা নেই সাকিবের

Shakib Al Hasan
Shakib Al Hasan

 

লন্ডন, ২০ মার্চ  :অবশেষে সাকিবের মুক্তি। যে কোনও পর্যায়ের ক্রিকেটে আর বোলিং করতে বাধা নেই সাকিবের। সাকিবকে অবৈধ বোলিং অ‍্যাকশনের দায় থেকে মুক্তি দিয়েছে ইংল‍্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট। গত বছর সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টির ম‍্যাচে সাকিবের বোলিং অ‍্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। এরপর ইসিবি যেকোনও পর্যায়ের ক্রিকেটে সাকিবের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেয়। এরপর বার্মিংহামের এই লাফবোরোর ল‍্যাবেই প্রথম পরীক্ষা দেন সাকিব। কিন্তু সেখানে অকৃতকার্য হন তিনি। এরপর চেন্নাইয়ের পরের পরীক্ষায়তেও অকৃতকার্য হন। সুসংবাদ তিনি পেলেন এবার লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল‍্যাবে ফিরে গিয়ে।

লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল‍্যাবে তাঁর সর্বশেষ পরীক্ষাটি হয়েছে ৯ মার্চ, যার ফলাফল সাকিব জেনেছেন ‍বুধবার রাতে। তাঁর বোলিং ‌‍অ‍্যাকশন এখন বৈধ। এখন তিনি যে কোনও পর্যায়ের ক্রিকেটে অংশ নিতে পারেন।পরীক্ষায় সাকিব মোট ২২টি ডেলিভারি দিয়েছেন, যার প্রায় সবই ত্রুটিমুক্ত।

You might also like!