Entertainment

1 year ago

Preity Zinta: প্রীতি জিন্টার আসল নাম কি? উঠে এল ২৫ বছর আগের অজানা ঘটনা

Preity Zinta (File Picture)
Preity Zinta (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় চলছে নয়া জল্পনা। তাই আবার বলি অভিনেত্রী প্রীতি জিন্টার নামকে ঘিরে। প্রীতি জিন্টার নাম নাকি প্রীতি নয়! তিনি নাকি 'প্রীতম সিং'। আর এই নাম নাকি তাঁকে দিয়েছিলেন ববি দেওল। ১৯৯৮ সালের ছবি শোলজার। সেই ছবির শ্যুটিং চলাকালীন প্রীতি জিন্টার সঙ্গে কাজের একটি মুহূর্ত। পঁচিশ বছরেরও বেশি হয়ে গিয়েছে মুক্তি পেয়েছে সিনেমাটি। সেই সময় থেকেই নাম নিয়ে নানা ধরনের চর্চা হয়। এবার তাঁর নাম ঘিরে যেকোনও বিভ্রান্তি দূর করতে, প্রীতি বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে তিনি তাঁর নাম 'প্রীতম সিং' থেকে 'প্রীতি জিন্টা'য় পরিবর্তন করেননি। বরং এটি একটি কৌতুকপূর্ণ ডাকনাম ছিল তাঁর। বন্ধু ববি দেওল এই নাম দিয়েছেন তাঁর৷

একটি ভিডিয়োতে প্রীতি তিনি তাঁর নাম নিয়ে সমস্ত ভুল ধারণা দূর করেছেন৷ প্রীতি লিখেছেন, ‘কয়েক বছর ধরে আমি ধারাবাহিকভাবে বিভিন্ন মিডিয়ায় এটা পড়েছি। আমি আমার নাম প্রীতম সিং জিন্টা থেকে পরিবর্তন করে প্রীতি জিন্টা করেছি। আমি অনেকবার সবাইকে বলে বিষয়টি ঠিক করার চেষ্টাও করেছি। ‘সৈনিক’ এর সেটে আমাকে প্রীতম সিং বলে মজা করে ডেকেছিল। সেই সময় থেকেই সকলে এই নামে ডাকতে শুরু করেন। 

অভিনেত্রী আরও জানান, ‘চলচ্চিত্রটি একটি ব্লকবাস্টার হিট হয়ে উঠেছে। আমাদের বন্ধুত্ব বেড়েছে এবং তারপর থেকে প্রীতম সিং নামটি এখনও আমার মধ্যে গেঁথে রয়েছে। তাই শেষবারের মতো সকলের উদ্দেশে বলছি প্রীতম সিং আমার নাম নয়। কোনওদিন ছিলও না। আমার নাম সবসময়ই প্রীতি ছিল। আশা করি সবাইকে বিষয়টা পরিস্কার করে বোঝাতে পেরেছি।’

You might also like!