কলকাতা, ১ ফেব্রুয়ারি : জাঁকিয়ে বসার আগেই পশ্চিমবঙ্গে শীতের বিদায়ক্ষণ উপস্থিত। একটু একটু করে বাড়ছে তাপমাত্রার পারদ, শীতের আমেজ একেবারেই উধাও। শীত পোশাকের আর প্রয়োজন হচ্ছে না। তবে, ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে তাপমাত্রা আবার কিছুটা কমতে পারে। তবে এই মাসের মাঝামাঝি সময়েই শীত এ বছরের মতো বিদায় নেবে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬ ছিল ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৭.০ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা বেড়ে গিয়েছে। এর ফলে রাজ্যে ঢুকতে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। আগামী কয়েক দিনে নতুন করে আরও পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে বাংলায়। দক্ষিণবঙ্গের সর্বত্র আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। কুয়াশার কারণে সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং পুরুলিয়ায়। এই জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার কারণে কমতে পারে দৃশ্যমানতা। বাঁকুড়া, বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন কুয়াশা থাকবে।