ঝাড়গ্রাম, ৭ আগস্ট,: বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়াম থেকে আদিবাসী দিবসের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের উদ্যোগে আগামী ৪ দিন ধরে আদিবাসী দিবস উপলক্ষে চলবে উৎসব। এদিনের অনুষ্ঠানে আদিবাসী ছন্দে পা মেলান মমতা। বাজালেন মাদলও। প্রতিবছর ৯ আগস্ট পালিত হয় বিশ্ব আদিবাসী দিবস। আদিবাসীদের অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্যকে স্বীকৃতি সম্মান জানাতেই এই দিনটি উদযাপন করা হয়। বৃহস্পতিবার অর্থাৎ ৭ আগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়াম থেকে আদিবাসী দিবসের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক ঘরের মেয়ের মতো আদিবাসী ছন্দে পা মেলাতে দেখা যায় তাঁকে। সঙ্গে ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। এরপর মাদলও বাজান তিনি। কথা বলেন মঞ্চের পাশে থাকা স্থানীয়দের সঙ্গে। তারপর উঠে যান মূল মঞ্চে।