Country

19 hours ago

LPG commercial cylinder 2025:দাম কমলো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের

ommercial cylinder price cut
ommercial cylinder price cut

 

নয়াদিল্লি, ১ আগস্ট : সস্তা হলো গ্যাস। দাম কমলো বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের। শুক্রবার থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে। তবে, ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।

জানানো হয়েছে, তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করেছে। ১৯ কেজির এই বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৩৩ টাকা ৫০ পয়সা করে কমানো হয়েছে। দেশ জুড়েই এর সুবিধা পাবেন বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার গ্রাহকরা। এর ফলে দিল্লিতে এই সিলিন্ডারে দাম কমে ১,৬৩১.৫০ টাকা হচ্ছে।

You might also like!