দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভয়ংকর পথ দুর্ঘটনার কবলে বলিউডের এক সেলেব্রিটি। দুর্ঘটনায় মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সলমান খানের পাতানো বোন, পুলকিত সম্রাটের প্রাক্তন স্ত্রী, শ্বেতা রোহিরা। আঘাত পেয়েছেন শরীরের একাধিক জায়গায়, এমনকি একটি হাতও ভেঙেছেন, চিকিৎসাধীন হাসপাতালে। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নিজের দুর্ঘটনার কথা জানান শ্বেতা। ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন তিনি। একটি পা পুরোপুরি ব্যান্ডেজ দিয়ে বাঁধা। ঠোঁট কেটে ফালাফালা হয়ে গিয়েছিল, এখন ঠোঁটের উপর আড়াআড়িভাবে সেলাই করা হয়েছে। একটি হাতও ভেঙে গেছে। সবমিলিয়ে তাঁর শারীরিক অবস্থা যে প্রবল সংকটে তা স্পষ্ট।
সমাজমাধ্যমে সেই দুর্ঘটনার বিবরণ খানিক মজা করেই দিয়েছেন অভিনেত্রী,তিনি লিখেছেন, " হয়তো একদিন আপনি 'কল হো না হো' গানের সুর ভাঁজতে ভাঁজতে পরিকল্পনা এঁটেছেন সারাদিনটি কীভাবে সামলাবেন। অন্যদিকে জীবন হাসতে হাসতে আপনার দিকে পাঠিয়ে দিল দুরন্ত গতিতে ছুটতে থাকা একটি বাইক... গুরুতর চোট, একাধিক ভাঙা হাড় নিয়ে হাসপাতালের বিছানায় পড়ে থাকাটা মোটেই আমার পরিকল্পনায় ছিল না। তবে ওই যে জীবন...সে মাঝেমধ্যে আপনাকে নাড়িয়ে, ঝাঁকিয়ে দেয় আচমকা। তা ভাঙতে নয় বরং আরও শক্ত করে তুলতে। আসলে, কোনওকিছু ভাঙলে তবেই না নতুন কিছু শুরু হবে। "
শ্বেতা আরও লেখেন যে, জীবন কখনও কখনও আপনাকে পরীক্ষা করার জন্য আপনাকে ভাঙতে চায়, এতে আপনি আরও বেশি শক্তিশালী হয়ে ওঠেন। ওই যে বলে না, ধ্বংস নির্মাণের পথ প্রশস্ত করে। আমি জানি এটি কেবল একটি বাজে অধ্যায়, গোটা জীবন নয়। আমি আমার বিশ্বাস হারাইনি, আমার আশা আছে এই খারাপ সময়ও কেটে যাবে। (পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত)
শ্বেতার পোস্ট থেকেই বোঝা যায়, তিনি এই দুর্ঘটনার পরে আশা হারাচ্ছেন না। বরংচ প্রস্তুতি নিচ্ছেন আগামীর জন্য। তাঁর এই মনোবল দেখে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনেরা।