
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীপাবলির সময়ে গৃহসজ্জার অন্যতম অংশ হল রঙ্গোলি। অনেকে নিজের হাতে বাড়ির দরজায় রঙ্গোলি আঁকেন, আবার সময়ের অভাবে অনেকেই এখন নির্ভর করেন রঙ্গোলি স্টিকারের উপর। হাতে তৈরি রঙ্গোলি যেমন সহজেই পরিষ্কার করা যায়, স্টিকার ততটা সহজে ওঠে না — বরং মেঝেতে শক্তভাবে লেগে থাকে। সামনে যখন জগদ্ধাত্রী পুজো, তার আগে ঘর ঝকঝকে রাখতে চাইলে জেনে নিন কীভাবে সহজ উপায়ে মেঝে থেকে রঙ্গোলি স্টিকার তুলবেন।
* একটি পাত্রে গরম জল নিন। তাতে কিছুটা বাসন মাজার সাবান মেশান। যেখানে স্টিকার লেগে রয়েছে তার উপর ওই মিশ্রণ দিন। কিছুক্ষণ রেখে হালকা হাতে ঘষে তুলে ফেলুন। স্টিকারের দাগ উঠে যেতে বাধ্য।
* একটি কাপড়ে রাবিং অ্যালকোহল দিন। এবার ভালো করে ওই স্টিকারটি উপর ঘষুন। মাত্র কিছুক্ষণের মধ্যে মেঝে পরিষ্কার হতে বাধ্য।
* যেখানে স্টিকারটি লাগানো রয়েছে, সেখানে রান্নার তেল কিংবা অলিভ অয়েল দিয়ে ঘষে নিন। কিছুক্ষণের মধ্যে ম্যাজিকের মতো কাজ করবেন।
* ভিনিগারও স্টিকারের জেদি দাগ পরিষ্কারে দারুণ কাজ করে। মেঝেতে খুব বেশিক্ষণ ভিনিগার দিয়ে রাখবেন না। তাতে রং বদলের সম্ভাবনা তৈরি হয়।
∆ রঙ্গোলির স্টিকার মেঝে থেকে তোলার আগে বেশ কয়েকটি কথা মাথায় রাখা প্রয়োজন। সেগুলি হল:
* যে মিশ্রণ দিয়ে রঙ্গোলির স্টিকার তুলছেন, সেটি মেঝের কোনও এক কোণে প্রথমে ঢেলে রাখুন। দেখে নিন মেঝের রং পরিবর্তন হয়ে যাচ্ছে কিনা। সেই অনুযায়ী ওই মিশ্রণ ব্যবহার করুন।
* আপনার ব্যবহার করা রাসায়নিক মেঝের ক্ষতি করতে পারে। তাই চেষ্টা করুন রাসায়নিক ব্যবহার না করতে।
* খুব বেশি জোরে ঘষবেন না। তাতে মেঝের ক্ষতি হতে পারে।
