দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীপাবলির আগে হাতে রয়েছে মাত্র কয়েকটা দিন। ত্বকের নিস্তেজ ভাব দূর করে প্রাকৃতিক উজ্জ্বলতা ফেরাতে এখনই শুরু করুন সহজ একটি রূপচর্চার রুটিন। কালীপুজোর সাজগোজে মেকআপ নিয়ে আলাদা করে ভাবার দরকারই পড়বে না। নিয়মিত যত্নে ত্বক হয়ে উঠবে এমনই দীপ্তিময়, যে উৎসবের রাতভর আনন্দের পরেও ক্লান্ত নয়, বরং প্রাণবন্ত ও উজ্জ্বল দেখাবে আপনার ত্বক।
ধাপে ধাপে শিখে নিন রূপচর্চা:
· ২–৩ দিন আগে একটি হালকা ক্লিনআপ ও ডিটক্স প্রয়োজন। উৎসবের কয়েক দিন আগেই ত্বকের মৃত কোষ ও মুখে জমে থাকা ধুলো-ময়লা সরিয়ে ফেলা জরুরি। তার জন্য ক্লিনআপ করিয়ে নিতে পারেন সালোঁয় গিয়ে। তবে বাড়িতে কিছু নিয়ম মেনে চলুন।
· ক্লিনজ়ার দিয়ে মুখ পরিষ্কার করুন রোজ। তেলচিটে ত্বক হলে স্ক্রাব ব্যবহার করুন। এ ভাবেই ত্বক পরিষ্কার রাখা দরকার রোজ।
· ময়েশ্চারাইজ়ার ব্যবহার অত্যাবশ্যক। আবহাওয়ার বদলের এই সময়ে সারা ক্ষণ আর্দ্র রাখা উচিত মুখ।
· ময়েশ্চারাইজ়ারে এসপিএফ থাকলে ভাল। নয়তো সানস্ক্রিন মাখাও অপরিহার্য। রোজ বাড়ির বাইরে বেরোনোর আগে এই ধাপ মেনে চলুন।
· ত্বকে জেল্লা আনতে এক্সফোলিয়েশন খুব জরুরি। সপ্তাহে দু’বার মৃদু এক্সফোলিয়েটর ব্যবহার করুন।
· ত্বকের পিএইচ ভারসাম্য ফিরিয়ে আনার জন্য টোনার খুব দরকার। সিরাম মাখার জন্য ত্বকের প্রস্তুতি শুরু হয় এই ধাপেই। গ্রিন টি, নায়াসিনামাইড, হায়ালুরোনিক অ্যাসিড দিয়ে তৈরি টোনার ত্বকে অ্যান্টি-অক্সিড্যান্টের ঘাটতি মেটাবে।
· নায়াসিনামাইড, ভিটামিন সি-এর সিরাম ত্বকে জেল্লা আনতে সাহায্য করবে। হায়ালুরোনিক অ্যাসিড দেওয়া সিরাম ত্বকে জলশূন্যতার সমস্যা মেটাবে। রোজ সিরাম মাখলে ত্বকের স্বাস্থ্য উন্নত হবে।