Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Cooking

21 hours ago

Soft and supple patishapta: চালের গুঁড়ো ছাড়াই মকর সংক্রান্তিতে বানান নরম পাটিসাপটা, জানুন সহজ রেসিপি

Soft and supple patishapta
Soft and supple patishapta

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মকর সংক্রান্তি মানেই বাঙালির ঘরে ঘরে পিঠে–পুলির উৎসব। শীতের আমেজে পাটিসাপটা ছাড়া বাঙালির উদযাপন যেন অসম্পূর্ণ। তবে ব্যস্ত জীবনে চাল ভিজিয়ে গুঁড়ো করার সময় বা ঝক্কি অনেকের পক্ষেই সম্ভব হয় না। তাই পিঠে বানানোর ইচ্ছা থাকলেও অনেকেই পিছিয়ে যান। কিন্তু সুখবর হলো—চালের গুঁড়ো ছাড়াও খুব সহজে ময়দা ও সুজি ব্যবহার করে বানানো যায় দোকানের মতো মোলায়েম পাটিসাপটা। সবচেয়ে ভালো কথা, পিঠে ঠান্ডা হওয়ার পরও থাকে নরম ও সুস্বাদু।

জেনে নিন সহজ কৌশল -

* উপকরণ: ময়দা: ২ কাপ

সুজি: ১ কাপ (মিহি দানা হলে ভালো হয়)

চিনি বা গুড়: স্বাদমতো (ব্যাটারের জন্য)

দুধ: পরিমাণমতো (ব্যাটার তৈরির জন্য)

লবণ: এক চিমটি

পুর তৈরির জন্য: ক্ষীর, সন্দেশ অথবা নারকেল কোরা ও গুড়ের পুর।

প্রস্তুতির ধাপসমূহ: ব্যাটার তৈরি:  প্রথমে একটি বড় পাত্রে ময়দা, সুজি এবং এক চিমটি লবণ মিশিয়ে নিন। এবার তাতে অল্প অল্প করে ইষদুষ্ণ দুধ দিয়ে একটি মসৃণ ব্যাটার বা গোলা তৈরি করুন। খেয়াল রাখবেন যাতে কোনো দলা পাকিয়ে না থাকে। মিষ্টির জন্য এতে সামান্য চিনির গুঁড়ো বা নলেন গুড় মিশিয়ে নিতে পারেন। চালের গুঁড়ো নেই বলে এই ধাপে সুজিকে ভিজিয়ে রাখা জরুরি। ব্যাটারটি ঢাকা দিয়ে অন্তত ৩০ মিনিট রেখে দিন। এতে সুজি ভিজে ফুলে উঠবে এবং পিঠে অনেক বেশি নরম হবে।

পুর তৈরি: ব্যাটারটি যখন বিশ্রাম নিচ্ছে, সেই সময়ে ক্ষীর বা নারকেলের পুর তৈরি করে নিন। যদি হাতে সময় কম থাকে, তবে দোকান থেকে আনা নরম পাকের সন্দেশও পুর হিসেবে ব্যবহার করা যেতে পারে।

পিঠে ভাজা: একটি নন-স্টিক প্যানে সামান্য ঘি বা তেল ব্রাশ করে নিন। প্যান গরম হলে এক হাতা গোলা দিয়ে চারদিকে ছড়িয়ে দিন। উপরের অংশ শুকিয়ে এলে একপাশে পুর রেখে সাবধানে মুড়িয়ে নিন বা রোল করুন।

কেন এই পাটিসাপটা সেরা? রন্ধন বিশেষজ্ঞদের মতে, চালের গুঁড়োর পাটিসাপটা অনেক সময় ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। কিন্তু ময়দা ও সুজির মিশ্রণে তৈরি এই পিঠে দীর্ঘক্ষণ নরম থাকে এবং ভাজার সময় প্যানে আটকে যাওয়ার ভয় থাকে না।

ব্যাটার যদি খুব ঘন হয়ে যায়, তবে ভাজার আগে সামান্য দুধ মিশিয়ে পাতলা করে নিন। আর পিঠে ভাজার সময় আঁচ সব সময় মাঝারি বা লো-তে রাখবেন।

You might also like!