দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উরফি আর বিতর্ক প্রায় সমানুপাতিক। আয়ে দিন উরফি তার ফ্যাশন সেন্স তাকে খবরের শিরোনামে নিয়ে আসে। কখন বিদ্রুপ জোটে তো কখনো আবার প্রশংশায় ভরিয়ে দেন তার অনুরাগীরা। তবে উরফি কবে কার আর পরোয়া করেছেন তিনি সবসময়ই বিনদাস, "আপনি মন কী শুনলে ওয়ালী" মানুষ।
সম্প্রতি সমাজ মাধ্যমে উরফির একটি পোস্ট ঘোরাফেরা করছে , যা মনে করিয়ে দিচ্ছে ৯০-র দশকের "মস্ত গার্ল" উর্মিলা মতোন্ডকার কে।
উর্মিলা কে তার কেরিয়ারের একেবারে শুরুর ছবিতে ফিনফিনে টেপ পরে সমুদ্র সৈকতে একটী গানের দৃশ্যে দেখা যায়, উর্মিলার সেই লুকই মনে করিয়ে দিল উরফির নতুন ভিডিয়ো। কালো বিকিনি উপর ফিনফিনে টেপ, প্রায় অর্ধ সিক্ত লুকে উরফি কয়েক গুন উত্তাপ বাড়িয়ে দিলেন এই মুনসুন সিজনের।