দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুক্রবার সন্ধ্যে যেন এক দুঃস্বপ্নের সন্ধ্যে সমগ্র দেশের জন্য। এই সন্ধ্যা সাক্ষী থাকল ওডিশার বালাসোরে ট্রেন দুর্ঘটনার। তিনটি ট্রেনের সংঘর্ষ, যার জেরে ঘটল বিপত্তি। দুর্ঘটনায় বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস এবং একটি পণ্যবাহী ট্রেন। চালু করা হয় হেল্পলাইন নম্বর এবং ঘটনাস্থলে পৌঁছে যান অনেকেই। টুইট করেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী।
তবে এবার এই ঘটনার প্রেক্ষিতে শোকপ্রকাশ করলেন বলিউড অভিনেতা সলমান খান-সহ জুনিয়র এনটিআর,মনোজ বাজপেয়ীরা।
‘দুর্ঘটনার কথা শুনে সত্যিই দুঃখিত, ঈশ্বর মৃতদের আত্মাকে শান্তি দিক। এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনা থেকে রক্ষা করুন সকলকে এবং আহতদের পরিবারকে শক্তি দিন’ বললেন বলিউড অভিনেতা সলমান খান। জুনিয়র এনটিআরও এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি টুইটারে লিখেছেন, ‘মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং তাদের প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা। আমার হৃদয় ওই ধ্বংসাত্মক ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের সঙ্গে রয়েছে। এই কঠিন সময়ে আমার সমস্ত শক্তি এবং সমর্থন তাদের ঘিরে রাখুক।’ ঘটনায় অভিনেতা মনোজ বাজপেয়ীও প্রতিক্রিয়া জানিয়েছেন। ঘটনাটিকে ‘এত ভয়ঙ্কর! এত দুঃখজনক!’ বলে বর্ণনা করেছেন।
অভিনেত্রী জয়া এহসানও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশ হাই কমিশন থেকে প্রচারিত যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে, তা সকল ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিযায় শেয়ার করেছেন। যেখানে বেশকিছু হেলপ লাইন নম্বরও দেওয়া রয়েছে। পাশাপাশি এও লিখেছেন, ‘কারো পরিচিত কেউ এই ট্রেনে ট্রাভেল করলে খোঁজ নিন।’