নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি : মহাকুম্ভকে 'মৃত্যুকুম্ভ' আখ্যা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই চটেছে বিজেপি। বিতর্কিত মন্তব্যের জন্য মমতার সমালোচনায় সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। বুধবার শিবরাজ বলেছেন, সনাতনকে অসম্মান করা মমতার স্বভাবে পরিণত হয়েছে।
বুধবার সকালে দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবরাজ সিং চৌহান বলেছেন, "সনাতনকে অসম্মান করা তাঁদের স্বভাবে পরিণত হয়েছে। মা গঙ্গার মতো সনাতন ধর্ম হাজার হাজার বছর ধরে প্রবাহমান। মানুষের আস্থা, বিশ্বাস ও আবেগে আঘাত করা অপরাধের সমান।"