Tripura

2 days ago

Finance Minister Pranjit Singh: জীবনের প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞানের অবদান অনস্বীকার্য : অর্থমন্ত্রী

Finance Minister Pranjit Singh
Finance Minister Pranjit Singh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  শিক্ষা, স্বাস্থ্য, পানীয়জল, কৃষি প্রভৃতি অপরিহার্য ক্ষেত্রগুলির উন্নয়নে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে।  দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত আন্তবিদ্যালয় ভিত্তিক আচার্য জগদীশ চন্দ্র বোস বিজ্ঞান মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন।

অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আরও বলেন, বর্তমান সময়ে জীবনের প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। বিভিন্ন বিদ্যালয়ে ওয়াইফাই সংযোগ দেওয়ার জন্য রাজ্য সরকার ইতিবাচক চিন্তাভাবনা করছে। তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে রাজ্য সরকার ১২৫টি স্কুলকে বিদ্যাজ্যোতি স্কুলে রূপান্তরিত করেছে। শিক্ষার মান উন্নয়নে কেন্দ্রীয় সরকার ২০২০ সালে জাতীয় শিক্ষানীতি চালু করেছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক মাইলায়ু মগ, সাব্রুম নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পোদ্দার দে, সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ, প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় প্রমুখ।

You might also like!