দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রেমালের জেরে প্রবল বৃষ্টি হয়েছে একাধিক জেলায়। ফলে যাঁরা বাড়ির বাইরে বেরিয়েছিলেন তাঁদের ফোন বা স্মার্টওয়াচ হয়তো ভিজে গিয়েছে। তাহলে এখন কী করণীয়? জেনে নিন মাত্র ৩টি টোটকা। যা মেনে চললে আপনার ফোন খারাপ হওয়ার সম্ভাবনা নেই।
প্রথমত ফোনে যদি কোনও কভার থাকে তাহলে দ্রুত তা খুলে দিন। এবং ব্যাক কভার খোলার সুযোগ থাকলে ফোনের সেই অংশটিও খুলে ফেলুন।
দ্বিতীয়ত, বাড়িতে হেয়ার ড্রায়ার থাকলে তার হট ব্লোয়ার চালু করে ফোন শোকাতে পারেন। মূলত স্পিকার, চার্জিং পয়েন্টের মধ্যে দিয়ে জল ফোনের ভিতরে ঢুকতে পারে। দ্রুত ওই অংশ গুলি শোকানোর চেষ্টা করুন।
তৃতীয়ত, ফোন থেকে সিম বের করে নিন। অন্তত তিন থেকে চার ঘণ্টা আলাদা ভাবে রাখবেন। কারণ সিমের সার্কিটে জল থাকলে পুরো ফোন বিকল হতে পারে। সেকারণে সার্কিট ভালোভাবে শোকানো দরকার।