Country

1 hour ago

Maoist operation success: বড় সাফল্য অন্ধ্রপ্রদেশে, এনকাউন্টারে নিহত ৬ মাওবাদী

Madavi Hidma
Madavi Hidma

 

আল্লুরি সীতারাম রাজু, ১৮ নভেম্বর : অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারাম রাজু জেলায় মাওবাদী দমন অভিযানে বড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। এনকাউন্টারে মারা পড়েছে ৬ জন মাওবাদী। ডিজিপি হরিশ কুমার গুপ্তা বলেন, আল্লুরি সীতারাম রাজু জেলার মারেদুমিল্লিতে পুলিশ ও মাওবাদীদের মধ্যে গুলি বিনিময় হয়। মঙ্গলবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে এই এনকাউন্টার হয়। গুলি বিনিময়ে ৬ মাওবাদী নিহত হয়, যার মধ্যে একজন শীর্ষ মাওবাদী নেতাও রয়েছে। বর্তমানে ওই এলাকায় বিশাল চিরুনি অভিযান চলছে।

উল্লেখ্য, আগামী বছরের মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদী সমস্যা মিটিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই লক্ষ্যে দেশের বিভিন্ন রাজ্যে চলছে মাওবাদী দমন অভিযান। রবিবার ছত্তিশগড়ে নিহত হয়েছিল ৩ মাওবাদী, আর মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের মারা পড়েছে ৬ মাওবাদী।

You might also like!