kolkata

2 hours ago

Sujit Basu Son In Law: ইডি-র তদন্তকারীদের মুখোমুখি দমকলমন্ত্রী সুজিত বসুর জামাই

Sujit Basu Son In Law Rahul Singh
Sujit Basu Son In Law Rahul Singh

 

কলকাতা, ১৭ নভেম্বর : পুর নিয়োগ দুর্নীতির মামলায় দমকলমন্ত্রী সুজিত বসুর জামাই রাহুল সিং ইডির তদন্তকারীদের মুখোমুখি হলেন। সোমবার রাহুলকে তলব করা হয়েছিল। এ দিন সকালে তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন বলে সূত্রের খবর। রাহুলের বেসরকারি স্কুল-সহ নানা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবসা রয়েছে। প্রসঙ্গত, চলতি সপ্তাহে ওই মামলায় দমকলমন্ত্রীর পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠদের তলব করা হয়েছে বলে ইডি সূত্রের দাবি। সোমবার রাহুলকে তলব করা হয়েছিল।

নিয়োগ দুর্নীতির মামলায় কয়েকদিন আগেই জামিনে মুক্তি পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরই মধ্যে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নড়চড়ে বসেছে ইডি। পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলার তদন্তকারীদের স্ক্যানারে দমকলমন্ত্রী সুজিত বসুর পরিবার। শুক্রবার দমকলমন্ত্রীর মেয়ের শ্বশুরকে ডেকে পাঠনো হয়েছিল সিজিও কমপ্লেক্সে। সেই সঙ্গে তলব করা হয় গোলাঘাটার একটি ধাবা ও সুজিত বসুর ছেলের রেস্তোরাঁর কর্মীদের। সূত্রের দাবি, ওই ধাবা থেকে গত ১০ অক্টোবর নগদ টাকা উদ্ধার করা হয়েছিল। তার উৎস জানতে চান ইডি আধিকারিকরা। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, রেস্তোরাঁয় ভুয়ো বিক্রি দেখিয়ে আর্থিক তছরুপ হয়েছে কি না।

You might also like!