Life Style News

6 months ago

Summer Tips : দাবদাহে শুকিয়ে যাচ্ছে বাড়ির গাছ! কীভাবে যত্ন নেবেন, রইল টিপস

House trees are drying up in the fire! Here are tips on how to take care
House trees are drying up in the fire! Here are tips on how to take care

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গরমে বঙ্গবাসীর প্রাণ ওষ্ঠাগত। এই আবহাওয়ায় আপনার শখের গাছগুলিরও একই অবস্থা। তাই আজ রইল বৈশাখের দহন জ্বালা থেকে আপনার গাছগুলি বাঁচানোর টিপস রইল কয়েকটা।

১. গাছের কোনও পাতা শুকিয়ে গেলেই সঙ্গে সঙ্গে ওটি ছেঁটে ফেলুন। এর ফলে গাছ সতেজ থাকে।

২. এই আবহাওয়ায় গাছগুলি সরাসরি রোদে রাখবেন না। মাঝে মাঝে হালকা রোদ খাওয়াতে পারেন কিন্তু রোদে রাখবেন না।

৩. গরম কালে সন্ধেবেলায় গাছে জল দিন। কিংবা ভোরের দিকেও জল দিতে পারেন।

৪. গরম কালে সার দেওয়া খুব জরুরি। কিন্তু খুব বেশি নয়, এক্কেবারে অল্প পরিমাণে সার দিন।

৫. গরমকালে গাছ তরতাজা রাখতে গাছের গোড়ায় ব্যবহার করা চায়ের পাতা দিয়ে দিন, এতে গাছ সতেজ থাকে।

৬. গরমে বেশি করে জল দিলে গাছ ভাল থাকে। এই ধারণা ভ্রান্ত। বেশি জল দিলে গাছের গোড়া পচে যেতে পারে। সেক্ষেত্রে গরমে মাঝেমাঝে গাছে জল স্প্রে করতে পারেন।


You might also like!