kolkata

2 months ago

Durga Puja 2024 :শহরের নামী পুজো মণ্ডপে জাস্টিস ফর আর জি কর-এর স্লোগান

The slogan of Justice for RG Kar at the famous puja mandap in the city
The slogan of Justice for RG Kar at the famous puja mandap in the city

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আর জি কর কাণ্ড ভুলে পুজোয় ফিরতে। জুনিয়র ডাক্তাররাও প্রকাশ্যে অভিযোগ আনছিলেন, রাজ্যের শাসক দলের তরফে নানাভাবে আন্দোলন ভাঙার চেষ্টা হচ্ছে। বুধবার বিচারের দাবিতে পুজো মণ্ডপে উঠল জাস্টিস ফর আর জি কর-এর স্লোগান।

 ম্যাডক্স স্কোয়ারে পুজো মণ্ডপে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার সুবিচারের দাবিতে  রীতিমতো ব্যানার নিয়ে চিকিৎসক মৃত্যুর সুবিচারের দাবিতে স্লোগান তুললেন একদল দর্শনার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে,  বিকেলে ম্যাডক্স স্কোয়ার পুজো মণ্ডপে ঢুকে দর্শনার্থীদের মধ্যে একদল মানুষ তুললেন উই ওয়ান্ট জাস্টিস-এর স্লোগান। তাঁরা বলতে থাকেন, "তিলোত্তমার ভয় নাই। আন্দোলন আমরা ছাড়ি নাই।" স্লোগান দেওয়া মানুষের হাতে থাকা ব্যানারে লেখা ছিল "তিলোত্তমার রক্তচোখে আঁধার রাতে আলো জ্বলে।"

সেই ব্যানার হাতে নিয়ে ম্যাডক্স স্কোয়ারে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান তোলেন আন্দোলনকারীরা। আর স্লোগান তুলতে থাকেব "তোমার আমার একই স্বর, জাস্টিস ফর আরজি কর।"

এদিকে, এর আগে আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার জানান, ‘‘আর জি করের সিনিয়র চিকিৎসকদের গণইস্তফা আমাদের মনোবল বাড়িয়ে দিয়েছে। এসএসকেএম এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজের সিনিয়র ডাক্তাররাও ২৪ ঘণ্টা সময় দিয়েছেন। তাঁরাও গণইস্তফা দিতে পারেন। বড়দের এই পদক্ষেপ আমাদের সাহস জোগাচ্ছে।’’

You might also like!