kolkata

11 months ago

Ayodhya: রামমন্দির দর্শনে হাওড়া থেকে অযোধ্যার পথে বিশেষ ট্রেন!

Special train on the way from Howrah to Ayodhya in the sight of Ram Mandir!
Special train on the way from Howrah to Ayodhya in the sight of Ram Mandir!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রামভক্তদের রামমন্দির দর্শন করানোর উদ্দেশ্যে ১৬৬৫ জনকে নিয়ে সোমবার হাওড়া থেকে অযোধ্যার পথে রওনা দিল দুটি বিশেষ ট্রেন।

যাত্রীদের জন্য আইআরসিটিসির তরফে বিশেষ আয়োজন করা হয়েছিল।

সোমবার বিকেল থেকেই হাওড়ায় জমায়েত করেন রামভক্তরা। সন্ধে ৭ টা বেজে ৪০ মিনিটে একটি ট্রেন হাওড়া ছাড়ে। অপরটির সময় রাত সাড়ে আটটা। জয়ধ্বনি দিয়ে দুটি ট্রেন স্টেশন ছাড়ে।

আইআরসিটিসির গ্রুপ জেনারেল ম‌্যানেজার জাফর আজম জানিয়েছেন, বিজেপি ও আরএসএস-এর উদ্যোগে দুটি ট্রেন এদিন হাওড়া থেকে ছাড়ে। প্রতি ভক্তের গলায় রক্তচন্দনের মালা পরানোর পাশাপাশি খাবারের প‌্যাকেট ও জলের বোতল দেওয়া হয়েছে। যাত্রীদের সুরক্ষার জন‌্য ট্রেন ছাড়ার আড়াই ঘণ্টা আগেই স্টেশনে মোতায়েন করা হয়েছিল আরপিএফ। স্নিফার ডগ দিয়ে তল্লাশি চানো হয় কোচগুলিতে।

You might also like!