দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কৃষকরা হলেন দেশের মেরুদন্ড। তাঁরা আমাদের অন্নদাতা। পশ্চিম ত্রিপুরা জেলার বামুটিয়া ব্লকের কালিবাজারে ২টি এগ্রি মার্কেটের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।
কৃষিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। রাজ্য সরকার খাদ্য শস্যে স্বয়ংন্তর ত্রিপুরা গড়ার জন্য কাজ করছে। উন্নতমানের বীজ, আধুনিক কৃষি যন্ত্রপাতি ও বিজ্ঞানভিত্তিক চাষের মাধ্যমে কম জমিতে বেশি ফসল ফলানোর জন্য রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে।
প্রসঙ্গত, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিনহা, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্যা খুশবু দেববর্মা, সমাজসেবী প্রকাশ দাস প্রমুখ।