Health

1 year ago

Covid Update in India : ভারতে ফের বাড়ল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা

India reports 16,299 fresh cases
India reports 16,299 fresh cases

 

নয়াদিল্লি, ১১ আগস্ট : ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ফের কিছুটা বৃদ্ধি পেয়েছে, দৈনিক মৃত্যুর সংখ্যাও ওঠা-নামা করছে। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৯৯ জন। ভারতে মোট করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৫,২৬,৮৭৯-তে পৌঁছেছে, বুধবার সারাদিনে মৃত্যু হয়েছে ৫৩ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ২৫ হাজার ০৭৬-তে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৯৯ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ২৫ হাজার ০৭৬-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২৮ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২৫ লক্ষ ৭৫ হাজার ৩৮৯ জন প্রাপক, ফলে ভারতে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২,০৭,২৯,৪৬,৫৯৩ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৫৩ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৬,৮৭৯ জন (১.১৯ শতাংশ)। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৫,৫৫,০৪১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৫৩ শতাংশ। দেশে দৈনিক সংক্রমণের হার কমে ৪.৫৮ শতাংশে পৌঁছেছে।


You might also like!