Game

5 hours ago

Premier League 2024-25: শেষ মুহূর্তের গোলে অমীমাংসিত গুডিসন পার্কের শেষ ডার্বি

Premier League 2024-25 (Symbolic picture)
Premier League 2024-25 (Symbolic picture)

 

লিভারপুল,১৩ ফেব্রুয়ারি : ম্যাচের কয়েক সেকেন্ড বাকি। রোমাঞ্চকর লড়াইয়ে পর জয়ের দ্বারপ্রান্তে লিভারপুল। এখানেই পাল্টে গেল ম্যাচের চিত্র। জেমস তার্কোভস্কি দারুণ এক গোল করে ফেভারিট লিভারপুলকে রুখে দিয়ে এভারটন গুডিসন পার্কের শেষ ডার্বিকে স্মরণীয় করে রাখল। ইংলিশ ফুটবলের অনেক ইতিহাসের সাক্ষী গুডিসন পার্কের মরসুমের সবশেষ মার্সিসাইড ডার্বিটি বুধবার রাতে ২-২ গোলে ড্র হয়েছে। ১১ মিনিটে বেতোর গোলে এভারটন এগিয়ে যায়। ডি-বক্স থেকে কোনাকুনি শটে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন গিনি-বিসাউয়ের এই ফরোয়ার্ড।৫ মিনিট পরই সালাহর বক্সের থেকে বাড়ানো ক্রসে লাফিয়ে হেডে সমতা টানেন আর্জেন্টাইন মিডফিল্ডার মাক আলিস্তের।

দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে কার্টিস জোন্সের শট রক্ষণে প্রতিহত হওয়ার পর সেই বল পেয়ে জোরালো শটে বল জালে পাঠান সালাহ। মার্সিসাইড ডার্বিতে এই নিয়ে অষ্টম গোল হয়ে গেল মিশরের এই ফরওয়ার্ডের, আর এর ৪ টি গোল তিনি করলেন গুডিসন পার্কে। এরপর ৫ মিনিট যোগ করা সময়ের শেষ মুহূর্তে আক্রমণে ওঠে আসে এভারটন। সেই আক্রমণে সতীর্থের থেকে বল পেয়ে তার্কোভস্কির ডান পায়ের জোরাল শটে গোল করে ২-২ করেন। উত্তেজনায় ঠাসা গুডিসন পার্কের শেষ ডার্বিটা এমন নাটকীয়ভাবেই শেষ হয়।খেলা অমীমাংসিত থাকলেও এক পয়েন্ট নিয়েও লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে এগিয়ে গেল লিভারপুল। ২৪ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। আর ৭ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আর্সেনাল। আর ২৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে ডেভিড ময়েসের দল এভারটন।


You might also like!