কলকাতা, ১৩ ফেব্রুয়ারি : মেটাকে আইনি নোটিশ পাঠালেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আইনজীবী। জানা গেছে, বিগত দুদিন ধরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিশিয়াল ফেসবুক পেজ-এর ‘বায়ো’তে দলের নাম উধাও হয়ে গিয়েছে। শুধু লেখা রয়েছে সাংসদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পরিচয়। ওই ঘটনার জন্য মেটা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন তৃণমূল সাংসদ। সম্প্রতি অভিষেকের অনুরাগীরা দেখেছেন তৃণমূল সাংসদের নামের পাশ থেকে তাঁর দলের নাম অর্থাৎ তৃণমূল উধাও হয়ে গিয়েছে। বিষয়টি নজরে আসতেই অভিষেককে খবর দেন তাঁরা। এরপরই পদক্ষেপ করেন অভিষেক।