Entertainment

2 years ago

Tunisha Sharma : তুনিশা শর্মার আত্মহত্যার ঘটনায় আবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য

Tunisha Sharma-Sizan Khan
Tunisha Sharma-Sizan Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বছর ২০-র উঠতি অভিনেত্রী  তুনিশা শর্মার আত্মহত্যার ঘটনায় আবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। তুনিশার বান্ধবী রায়া লাবিবের দাবি, একাধির মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল শিজানের। সে অনেক মেয়ের সঙ্গে প্রতারণা করেছে। আর সেই কথা জানতে পারেই তুনিশা আত্মহত্যার সিদ্ধান্ত নেন বলে দাবী করেছেন রায়া। 

রায়া লাবিবের দাবি, শিজান যৌন চাহিদা মেটানোর জন্য অনেক নারীকে ব্যবহার করেছে। শিজান মেয়েদের ভালোবাসা ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন এমন করত।শিজান শুধুমাত্র যৌনতার জন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়ত। তুনিশার সঙ্গেও এমনটাই করেছিল সে। 

রায়া আরো বলেন, 'তুনিশা সম্প্রতি শিজানের অনেক সঙ্গী ও সম্পর্কের কথা জানতে পারে। এ নিয়ে কথাও হয় তাদের। শিজান তখন জানায়, সে সম্পর্ক ব্রেক আপ করেছে। তাই সে উত্তর দিতে বাধ্য নয়।  

প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর শুটিং সেটে আত্মহত্যা করেন তুনিশা শর্মা। বয়স হয়েছিল মাত্র ২০ বছর। ‘ফিতুর’, ‘বার বার দেখো’, ‘কহানি ২’, ‘দুর্গা রানি সিংহ’, ‘দাবাং ৩’-এর মতো ছবিতেও তুনিশাকে অভিনয় করতে দেখা গিয়েছিল। আলিবাবা দাস্তানে কাবুল নামের এক জনপ্রিয় সিরিয়ালের লিড রোলে অভিনয় করছিলেন তুনিশা। 

You might also like!