Entertainment

12 hours ago

Saif Ali Khan attack case: ৫-৬ মাস আগে এসেছিল মুম্বইয়ে; সইফকে হামলায় অভিযুক্ত বাংলাদেশি, জানালো পুলিশ

Saif Ali Khan (Symbolic picture)
Saif Ali Khan (Symbolic picture)

 

মুম্বই, ১৯ জানুয়ারি : অভিনেতা সইফ আলি খানকে হামলায় অভিযুক্ত একজন বাংলাদেশি, ৫-৬ মাস আগে সে বাংলাদেশ থেকে এসেছিল। রবিবার সকালে এমনটাই জানিয়েছে মুম্বই পুলিশ। ডিসিপি জোন ৯ দীক্ষিত গেদাম বলেছেন, "১৬ জানুয়ারি ভোররাত ২টো নাগাদ অভিনেতা সইফ আলি খানকে তাঁর বাসভবনে আক্রমণ করা হয়েছিল। এফআইআর নথিভুক্ত করা হয়েছে ও একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ (৩০)। ডাকাতির উদ্দেশ্যে অভিনেতার বাড়িতে ঢুকেছিল। আমাদের সন্দেহ সে বাংলাদেশি।"

ডিসিপি জোন ৯ দীক্ষিত গেদাম আরও বলেছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে অভিযুক্ত একজন বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে প্রবেশের পর সে নিজের নাম পরিবর্তন করে। সে নিজের বর্তমান নাম হিসেবে বিজয় দাস ব্যবহার করছিল। পাঁচ-ছয় মাস আগেই মুম্বই এসেছে। সে কিছুদিন মুম্বইতে ছিল। অভিযুক্তরা একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করত।”

You might also like!