নয়াদিল্লি, ২০ জানুয়ারি : "সার্কুলার ইকনমি" বৃত্তাকার অর্থনীতি ভবিষ্যতের জন্য একটি বাস্তবতা। সোমবার এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। সোমবার দিল্লির ভারত মণ্ডপমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভূপেন্দ্র যাদব বলেছেন, "প্রকৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে আমাদের উৎপাদনে এগিয়ে যেতে হবে। আমরা যে সংস্থানগুলি ব্যবহার করি তা আমাদের পুনর্ব্যবহার, পুনরুত্পাদন করতে হবে।" কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব আরও বলেছেন, "আমাদের সম্পদের সজাগ ব্যবহারের দিকে অগ্রসর হতে হবে, বিবেকহীন ভোগের দিকে নয়। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এ বিষয়ে অনেক কাজ হয়েছে। আমি আত্মবিশ্বাসী যে "সার্কুলার ইকনমি"–র শক্তিতে আমরা দেশের অর্থনীতির বিকাশ ঘটাব।"