নয়াদিল্লি : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলের সদর দফতরে বিজেপির 'সংকল্প পত্র' প্রকাশ করেছেন। উপস্থিত ছিলেন দিল্লি বিজেপির রাজ্য সভাপতি বীরেন্দ্র সচদেবা-সহ দলের অন্যান্য নেতারা। অমিত শাহ এদিন বলেছেন, "বিজেপির জন্য আমাদের 'সংকল্প পত্র' হল আমাদের করণীয় তালিকা। এগুলো মিথ্যে প্রতিশ্রুতি নয়। ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে পারফরম্যান্সের রাজনীতি প্রতিষ্ঠা করেছেন।"
অমিত শাহ আরও বলেছেন, "দিল্লি প্রদেশ বিজেপি মহিলা, যুবক, জেজে ক্লাস্টার, অসংগঠিত শ্রমিক, মধ্যবিত্ত, পেশাদার, ব্যবসায়ী এবং বস্তিবাসীদের সাথে বৈঠক ও পরামর্শ করেছে। ১.০৮ লক্ষেরও বেশি মানুষ নিজেদের পরামর্শ দিয়েছেন। ৬২ ধরনের গ্রুপ মিটিং হয়েছে। এভাবেই আমাদের ইস্তেহার তৈরি হয়েছে।"