Entertainment

3 hours ago

Monali Thakur: কনসার্ট চলাকালীন হঠাৎই শ্বাসকষ্ট সঙ্গীত শিল্পী মোনালি ঠাকুরের, উদ্বেগ অনুরাগী মহলে!

Monali Thakur (Symbolic picture)
Monali Thakur (Symbolic picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অসুস্থ খ্যাতনামা সঙ্গীত শিল্পী মোনালি ঠাকুর। দিনহাটা উৎসবে পারফর্ম করতে এসে অসুস্থ হয়ে পড়েন মোনালি ঠাকুর। এদিন অর্থাৎ ম্নগ্লবার,২১শে জানুয়ারি কনসার্ট চলাকালীন হঠাৎই  শ্বাসকষ্ট বোধ করতে শুরু করেন তিনি। শারীরিক অবস্থা জটিল হলেই মঞ্চ ছাড়েন তিনি। পরবর্তীতে দ্রুত তাঁকে কোচবিহারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  বর্তমানে গায়িকার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তবে তাঁর দিদি জানিয়েছেন, মোনালি গত কয়েকদিন ধরে ঠান্ডা লাগা ও জ্বরে ভুগছিলেন, গলা ভেঙে গিয়েছিল। শো-এর চাপের কারণে তিনি পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেননি, তার জন্যেও অসুস্থ হয়ে পড়তে পারেন।

এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাবা তথা প্রাক্তন মন্ত্রী কমল গুহর ৯৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনহাটা উৎসবের আয়োজন করা হয় দিনহাটা সংস্কৃতি ময়দানে। সেখান থেকেই এদিন মোনালি ঠাকুরের পারফরমেন্সের একাধিক ভিডিয়ো ভাইরাল হয়। বাদ যায়নি অসুস্থ হয়ে তাঁর স্টেজ ছাড়ার মুহূর্তও। উল্লেখ্য তিনি যতক্ষণ মঞ্চে ছিলেন ততক্ষণ তাঁর গানের সুরে মাতিয়ে রেখেছিলেন সকলকে। 

প্রসঙ্গত দিনহাটা উৎসবে আসার কথা ঘোষণা করতে গিয়ে ট্রোলড হন গায়িকা। তিনি অনুষ্ঠানের কথা বলতে গিয়ে ইংরেজিতে বলেন, 'হ্যালো দিনহাটা, আমি মোনালি ঠাকুর। আমি ভীষণ উদগ্রীব এবং উৎসাহী দিনহাটা উৎসব ২০২৫ এ পারফর্ম করার জন্য। আগামী ২১ জানুয়ারি এই শো অনুষ্ঠিত হবে। আপনাদের সবার সঙ্গে দেখা করার জন্য তর সইছে না। খুব আনন্দ, মজা হবে।সবাই ভালো থাকবেন। অনেক ভালোবাসা নেবেন। শীঘ্রই দেখা হচ্ছে।' তিনি এই কথাটা সম্পূর্ণ ইংরেজিতে বলার জন্য নেটিজেনদের কাছে বেশ সমালোচিত হয়েছিলেন। 

শোনা যায় মধ্যরাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি খানিক সুস্থ বোধ করলে ভোরের দিকে তাঁকে ছেড়েও দেওয়া হয় সেখান থেকে। বর্তমানে তাঁপ শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর। তবে সম্প্রতিতে যে কনসার্ট বা অনুষ্ঠানগুলো রয়েছে, সেগুলোতে তিনি পারফর্ম করতে পারবেন কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এই বিষয় এখনও পর্যন্ত তিনি কোনও মন্তব্যই করেননি। পাশাপাশি অসুস্থ রয়েছেন বিশিষ্ট  সঙ্গীত শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়-ও। তিনি তাঁর অসুস্থতার কথা বাড়ি থেকে ভিডিও করেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। 


You might also like!