দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার সন্ধেতে টলি অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর পেসমেকার বসানো হল। বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার রাতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে।
বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনে এই সংক্রান্ত একটি খবর প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, হাসপাতালে ভর্তি করার পর অভিনেতার একাধিক পরীক্ষা করা হয়। সেখানেই হার্টে ব্লকেজ পাওয়া যায়।
জানা গিয়েছে, সব্যসাচীর নাতি ধীরের অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের পরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।