Entertainment

1 hour ago

Dharmendra Amitabh Bachchan: ‘বন্ধুর বিদায়ে শূন্য জীবন’—ধর্মেন্দ্রকে স্মরণ করে অমিতাভের মর্মস্পর্শী বার্তা!

Amitabh Bachchan remembered Dharmendra
Amitabh Bachchan remembered Dharmendra

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে, তোড়েঙ্গে দম মগর তেরা সাথ না ছোড়েঙ্গে…’—সোমবার দুপুরে মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে যেন আবার জীবন্ত হয়ে উঠল শোলে-র সেই অমর বন্ধুত্ব। শেষবারের মতো ‘বীরু’ ধর্মেন্দ্রকে দেখতে ছুটে গেলেন তাঁর ‘জয়’—অমিতাভ বচ্চন। শ্মশান থেকে ফিরে তিনি ভেঙে পড়েছেন, বন্ধু হারানোর বেদনায় বারবার কান্নায় ভেঙে উঠেছেন। ধর্মেন্দ্রর প্রয়াণ যেন আরও একা করে দিয়েছে বিগ বি-কে। গভীর রাতে নিজের ব্লগে ‘ইয়ে দোস্তি’র স্মৃতি হাতড়াতে গিয়ে বীরুকে নিয়ে অমিতাভের প্রতিটি লেখা থেকেই ফুটে উঠেছে সেই গভীর যন্ত্রণার ছাপ।

সোমবার রাত ২.২৫। ধর্মেন্দ্রকে নিয়ে কলম ধরলেন অমিতাভ। লিখলেন, “আরেকজন বীরবিক্রম আমাদের ছেড়ে চলে গেল। এই মঞ্চ ছেড়ে চলে গেল। এক অসহ্য নীরবতা দিয়ে গেলে ধর্মজি। তুমি মহত্ত্বের প্রতীক। শুধু শারীরিক উপস্থিতি নয়, বড় মনের অধিকারী ধর্মজির সরলতা বারবার মুগ্ধ করেছে আমাদের। কালের নিয়মে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বহু বদল এসেছে কিন্তু ধর্মেন্দ্র চিরন্তন। ওঁর নম্র ব্যক্তিত্ব, সারল্য, চার্ম কোনওদিন বদলে যেতে দেখিনি। পাঞ্জাবের ভূমিপুত্র হিসেবে যে মাটির স্বাদ নিয়ে এসেছিলেন চিরকাল সেটাই বজায় রেখেছেন। গত কয়েক দশকে সিনেইন্ডাস্ট্রি অনেক পরিবর্তনের সাক্ষী থেকেছে, সৌভ্রাতৃত্ববোধও বদলেছে কিন্তু ধর্মেন্দ্রর গৌরবময় ফিল্মি আখ্যানজুড়ে সেই মাটির গন্ধ রয়ে গিয়েছে। এমন আকর্ষণীয় ব্যক্তিত্ব, চার্মিং ন্যাচার, বড় মন এই পেশায় খুবই বিরল। আমার চারপাশের বাতাস কেমন ভারী হয়ে আসছে! এই শূন্যতা কোনওদিন ভরাট হবে না। প্রার্থনা রইল।”

প্রসঙ্গত, চলতি বছরেই ‘শোলে’র পঞ্চাশতম বর্ষপূর্তি। তবে সময় গড়ালেও ‘জয়-বীরু’র বন্ধুত্বের সমীকরণ বদলায়নি। বয়সে ধর্মেন্দ্র বড় হলেও অনুজ অমিতাভ বচ্চনের সঙ্গে বরাবর সুসম্পর্ক বজায় রেখেছেন বীরু। সম্প্রতি ধর্মেন্দ্র হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নিজে গাড়ি চালিয়ে তাঁর জুহুর বাংলোতে গিয়েছিলেন দেখা করতে। অনেকেই হয়তো জানেন না, ফিল্মি কেরিয়ারে যখনই কোনও পরামর্শের প্রয়োজন হয়েছে, অমিতাভ নিজে ধর্মেন্দ্রর কাছে ছুটে গিয়েছেন। কারণ বয়স এবং ইন্ডাস্ট্রির অভিজ্ঞতার প্রেক্ষিতে ‘বীরু’ তাঁর থেকে বড়। অমিতাভ নিজেই এক অতীত সাক্ষাৎকারে সেকথা জানিয়েছিলেন। বিগ বি জানিয়েছিলেন, “আমরা আমাদের বন্ধুত্ব উপভোগ না করলে একসঙ্গে কাজ করতে পারতাম না। আর ধর্মেন্দ্র আমার খুব ভালো বন্ধু। প্রায়শই তার কাছে পরামর্শ নিতে যাই আমি। কারণ ইন্ডাস্ট্রিতে এমন অনেক পরিস্থিতি তৈরি হয়, যেটা কীভাবে মোকাবেলা করতে হবে, সেটা বুঝতে পারি না। ধর্মেন্দ্রকে জিজ্ঞেস করলে ও আমাকে ভালো পরামর্শ দিয়ে এগিয়ে যেতে সাহায্য করে।” সোমবার দুপুরে বন্ধুকে শেষ বিদায় জানাতে ছেলে অভিষেক বচ্চন এবং নাতি অগস্ত্য নন্দাকে সঙ্গে নিয়ে ভিলে পার্লে শ্মশানে পৌঁছেছিলেন অমিতাভ বচ্চন। উল্লেখযোগ্য, ধর্মেন্দ্রর শেষ ছবি ‘ইক্কিস’-এর সঙ্গেও জুড়ে আছে অমিতাভের যোগ। বিগ বি-র নাতি অগস্ত্যের বাবার চরিত্রে এই ছবিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। যেন শোলে থেকে ইক্কিস—ধর্মেন্দ্র ও অমিতাভের ‘ইয়ে দোস্তি’র এক পূর্ণ বৃত্ত সম্পূর্ণ হল।


You might also like!